নারায়ণগঞ্জে সিনহা গ্রুপে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিনহা গ্রুপের ভবনে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার রফতানিমুখী শিল্প কারখানা সিনহা ওপেক্স গ্রুপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডের সময়ে কারখানা বন্ধ থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

সোমবার সকাল সোয়া ৭টার দিকে সিনহা গ্রুপের ১২ তলা ভবনের গার্মেন্টেস ১২ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১২ তলায় সুইং সেকশনে ওই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মেশিনারাজি, সুতা ও ফেব্রিক্স।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরের ইন্সপেকক্টর মাহমুদ হোসেন জানান, সকাল সোয়া ৭টায় আগুনের খবর পান। ৮টি ইউনিট কাজ করে সকাল সোয়া ৯টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।

20170227_090344

অগ্নিকাণ্ডের পর গণমাধ্যম কর্মীদের ঘটনাস্থলে যেতে দেননি কারখানা কর্তৃপক্ষ।

সিনহা ওপেক্স গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) তাজোয়ার হোসেন জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি। তাদের নিজস্ব তদন্তের পর এ ব্যাপারে জানানো হবে।

 /এসটি/