গাইবান্ধায় বিএনপির কাউন্সিলে ভোটগ্রহণ চলছে

গাইবান্ধা জেলা

গাইবান্ধায় দীর্ঘ সাতবছর পর অনুষ্ঠিত হচ্ছে বিএনপির কাউন্সিল। দীর্ঘ প্রতীক্ষিত এই কাউন্সিলে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। এই প্রথম প্রত্যক্ষ ভোটে দলের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করতে যাচ্ছে জেলা বিএনপি।

শনিবার (১১ মার্চ) সকাল ১০টা থেকে গাইবান্ধা গণগ্রন্থাগার মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়, যা দুপুর ২টা পর্যন্ত চলবে বলে জানা গেছে। জেলা সদরসহ সাত উপজেলার ১ হাজার ১৪৮ জন কাউন্সিলর ১০টি বুথে ভোট দেবেন।

কাউন্সিল উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন জানিয়েছে, সভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে ৪জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদের জন্য বর্তমান জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খাঁন বাবু ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক লড়ছেন।

সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা হলেন- জি এম মোসাদ্দেক, কামরুল হাসান সেলিম, অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, মাহামুদুন নবী টিটুল। আর ৩ সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়ছেন আনিছুর রহমান নাদিম, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, আতিক হাসান রনি, এম মোশারফ হোসেন বাবু, হুনান হক্কানী।

সরেজমিনে দেখা গেছে, প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল। সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু সেখানে আসেন।

জানা গেছে, ভোট গ্রহণ শেষ হলে সম্মেলন শুরু হবে। সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন।

/এমএ/