হিলি সীমান্তে বিজিবিকে বিএসএফের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

বিজিবিকে মিষ্টি দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিএসএফেরবাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এসময় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব আলমের হাতে মিষ্টি ও ফল তুলে দেন বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি দেবী সরেন সিং।
সোমবার (২৭ মার্চ) বিকাল ৫টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব পিলারের কাছে সীমান্তের শূন্য রেখায় বিএসএফের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয় বিজিবিকে। এসময় দেবী সরেন সিং সীমান্তে দায়ীত্বরত নারী বিজিবি সদস্যসহ বিজিবির অন্য সৈনিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি সীমান্তের শূন্য রেখার পাশে বিজিবি ও বিএসএফের চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে বিজিবিকে ফল তুলে দিচ্ছেন বিএসএফ সদস্যরাদেবী সরেন সিং বলেন, ‘গতকাল (২৬ মার্চ) বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ছিল। এ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে আমাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছিল। এরই অংশ হিসেবে আজ (সোমবার) আমরা বিএসএফের পক্ষ তাদের মিষ্টি ও ফল উপহার দিয়ে তাদের স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়েছি।’
বিএসএফ রায়গঞ্জ সেক্টরের ডিআইজি আরও বলেন, ‘সীমান্তের ভারত-বাংলাদেশ দুই অংশে দায়িত্বরত দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।’ এমন সম্পর্ক অটুট থাকবে বলে আশাবাদ জানান তিনি।
এ ঘটনা প্রসঙ্গে বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব আলম বলেন, ‘আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফকে শুভেচ্ছা জানানো হয়েছিল। আজ (সোমবার) তারা আমাদের শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি তাদের সঙ্গে কুশল বিনিময়ও হয়েছে আমাদের।’
দুই দেশের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন ভারতের পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বিএস নেগি, হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জগদিশ প্রসাদ ও এনামুল হক, বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার রফিক, চেকপোস্ট কমান্ডার হাবিলদার মমিন প্রমুখ।
/টিআর/