কুসিক নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে নির্বাচনি কর্মকর্তারা

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শনে বেরিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বুধবার (২৯ মার্চ) রাত পৌনে ৯টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিয়ে কেন্দ্র পরিদর্শনে বের হন রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল।

সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল মোমিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে জানান, ভোটকেন্দ্র পরিদর্শনে বের হয়েছেন তারা। নিরাপত্তা পরিস্থিতিসহ নির্বাচনি কেন্দ্রগুলোর সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণই তাদের লক্ষ্য। সব কেন্দ্র পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে তাদের।

বৃহস্পতিবার (৩০ মার্চ) কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে ভোটগ্রহণের অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করেছে।

/এমএ/