রাবিতে ভাস্কর্য উল্টানোর ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ছাত্রলীগের

রাবিতে ভাস্কর্য উল্টিয়ে রেখেছে শিক্ষার্থীরারাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভাস্কর্য উল্টানোর ঘটনায় জঙ্গিদের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৮ এপ্রিল) ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দলীয় টেন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আবার সেখানে আসে। এরপর তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সামাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, ‘এ ঘটনার পেছনে জঙ্গি অপশক্তির হাত রয়েছে। যারা এটা করেছে তারা সাধারণ শিক্ষার্থী হতে পারে না। এ ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে।’ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।রাবি ছাত্রলীগের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক সমাবেশে বক্তব্য দেন।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলায় তিন শতাধিক ভাস্কর্য উল্টিয়ে রাখেন ভাস্কর্য বিভাগের কয়েকজন শিক্ষার্থী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভাস্কর্য বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইউসুফ আলী স্বাধীন ও ইমরান হোসাইন রনি সাংবাদিকদের এ কথা জানান। তাদের অভিযোগ, ‘দীর্ঘদিন থেকে আমাদের বানানো এই ভাস্কর্যগুলো এখানে জরাজীর্ণ হয়ে পড়ে আছে। কিন্তু এগুলোর পরিচর্যা করা হয় না। এছাড়া এই চত্বরে একটা প্রচীর দেওয়ার জন্য আমারা বিভিন্ন সময় শিক্ষকদের বলেছি। কিন্তু এখানে কোনও প্রচীর আজ পর্যন্ত দেওয়া হয়নি। প্রচীর না থাকায় বাইরের অনেকেই এসে শিক্ষার্থীদের বানানো এই ভাস্কর্যগুলো ভেঙে দিয়ে গেছে এমন ঘটনাও ঘটেছে অতীতে।’

তারা বলেন, ‘এ ভাস্কর্যগুলো সংস্কারের জন্য আমরা এগুলো উল্টিয়ে রেখেছি। সোমবার রাতে আমরা ৩০-৪০ জন শিক্ষার্থী মিলে এটা করেছি। কিন্তু আমরা কোনও ভাস্কর্য ভেঙে রাখিনি। শুধু কর্তৃপক্ষ যেন উদ্যোগ নেয় সেজন্য এটা করা।’

/এফএস/ 

আরও পড়ুন- রাবিতে ভাস্কর্য উল্টিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ