টাঙ্গাইল ও কুষ্টিয়ায় পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যুটাঙ্গাইলের কালিহাতীতে ও কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার থানাপাড়ার প্রবাসী লাল মাহমুদের ছেলে নীরব (৫) ও প্রবাসী দুলাল মিয়ার ছেলে জাহিদ (৪) এবং কুষ্টিয়ার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী ছোয়ানীপাড়া এলাকার মৃত ফাতের আলীর ছেলে সাইদুল ইসলাম (৪০)। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে ডুবে নীরব (৫) ও জাহিদ (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়।
জানা যায়, মঙ্গলবার দুপুরে নীরব ও জাহিদ খেলাধুলার একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে কুষ্টিয়ার মিরপুরে পুকুরের পানিতে ডুবে সাইদুল ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সাইদুল তার বাড়ি থেকে বাইসাইকেলে করে কালিতলা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে তিনি সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে ডুবে মারা যায়।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।
/এআর/