বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ ১২ জনের জামিন না-মঞ্জুর

আদালতবগুড়ার শিবগঞ্জ উপজেলার সংসারদীঘি গ্রামে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার অন্যতম প্রধান আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা ও বিহার ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলামসহ ১২ জনের জামিন না-মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৫ এপ্রিল) দ্বিতীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন— শিবগঞ্জ উপজেলার বিহার বাগিচাপাড়ার আকবর আলীর ছেলে শাহজালাল সাজ, খয়বর আকন্দের ছেলে করিম ওরফে ফরিদ, জাহিদুলের ছেলে সোহাগ, সোহরাবের ছেলে হেলা, ছবেদ আলীর ছেলে বেলাল, সোহরাবের ছেলে লিটন, বিহার পূর্বপাড়ার শাহজাহানের ছেলে আপেল, খয়বরের ছেলে সোহেল, ছবেদ আলীর ছেলে হান্নান, ভাসু বিহারের আগোর ছেলে আলমগীর ও আলীগ্রামের আব্দুর রহিমের ছেলে রানা।
পুলিশ সূত্রে জানা গেছে, শিবগঞ্জের বিহার ইউনিয়নের দোবিলা-সংসারদীঘি মৌজায় একশ ২২ একর দীঘির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিরোধ মেটাতে গত ৫ মার্চ বিকালে সংসারদীঘি গ্রামে বৈঠক বসে। বিহার ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম এবং রায়নগর ইউনিয়নের চেয়ারম্যান, হত্যা ও অস্ত্র মামলার আসামি ফিরোজ আহম্মেদ রিজুর নেতৃত্বে বিভিন্ন অস্ত্র নিয়ে ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী ওই বৈঠকে উপস্থিত হয়। বৈঠকে বাক-বিতণ্ডার এক পর্যায়ে দেলোয়ার হোসেনের ছেলে স্থানীয় যুবলীগ নেতা ওমর ফারুক, মেহেদুল ইসলাম আশিক ও দীনেশ চন্দ্র দাসের ওপর হামলা চালনো হয়। ছুরিকাঘাতে যুবলীগ নেতা ওমর ফারুক ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় ওমর ফারুকের ভাই ফেরদৌস হোসেন দুই ইউপি চেয়ারম্যানসহ ২৩ জনের নাম উল্লেখ করে মোট ৩০ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করেন।
পরে আসামি উত্তম দাস, বিপ্লব দাস ও শাহীনকে গ্রেফতার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) জাহিদ হোসেন মণ্ডল। অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। গ্রেফতারি পরোয়ানা জারির পর ১২ জন আসামিকে মঙ্গলবার আদালতে হাজির করে জামিন চাওয়া হয়। আদালত আসামিদের জামিন আবেদন প্রত্যাখ্যান করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওসি জাহিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার প্রধান আসামি রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজুসহ আটজন আসামি এখনও পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।’

আরও পড়ুন-

স্কলার্সহোম পরির্দশন করেছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট

দুর্নীতি-অনিয়ম: বেরোবি উপাচার্যের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

/এসএমএ/টিআর/