কুষ্টিয়ায় প্রাইভেট পড়তে গিয়ে ৩ শিক্ষার্থী নিখোঁজ

নিখোঁজ তিন শিক্ষার্থী

কুষ্টিয়ায় প্রাইভেট পড়তে গিয়ে তিন কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে, যারা একই বিদ্যালয়ের শিক্ষার্থী। মঙ্গলবার (৯ মে) সকালে তারা নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বৃহস্পতিবার (১১ মে) কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ তিন শিক্ষার্থী হলো- শহরের উদিবাড়ি এলাকার হাবিবুর রহমানের ছেলে লিংকন (১৫), চৌড়হাস ফুলতলা এলাকার অমিউ কান্তি মল্লিকের ছেলে উৎস মল্লিক (১৪) ও  পুর্ব মজমপুর এলাকার মিজানুর রহমানের ছেলে তুহিন আহম্মেদ (১৪)। তিনজনই কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, মঙ্গলবার সকালে তিন শিক্ষার্থীই প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারা কলকাকলী স্কুলের শিক্ষক হাসানের কাছে প্রাইভেট পড়ে। তবে ওই দিন কেউই ওই শিক্ষকের বাসায় পড়তে যায়নি। পরে তিন শিক্ষার্থীর পরিবারই নিজ নিজ আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ লাগায়। কিন্তু কোথাও তাদের সন্ধান মেলেনি।

লিংকনের বাবা হাবিবুর রহমান জানান, নিখোঁজ তিনজনই মোবাইল ব্যবহার করলেও মঙ্গলবার থেকে সবার ফোন বন্ধ।

ওসি নাসির উদ্দিন বলেন, ‘তিন ছাত্র নিখোঁজের ঘটনায় তাদের অভিভাবকরা থানায় জিডি করেছে। তাদের ছবিসহ যাবতীয় তথ্য সব থানায় পাঠিয়ে দেওয়া হবে। পুলিশ তাদের বিষয়ে খোঁজখবর করছে।’

/এমএ/