হিলিতে আদিবাসী দম্পতিকে মারধরের অভিযোগ, আটক ২

হামলার শিকার আদিবাসী দম্পতি দেবেন হাসদা ও তার স্ত্রী পুতুল মাড্ডি

দিনাজপুরের হিলিতে এক আদিবাসী দম্পতিকে মারধর ও তাদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ মে) বিকালে অভিযুক্ত দুজনকে আটক করা হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দুপুরের দিকে হিলির মধ্যবাসুদেবপুর গ্রামের আদিবাসী দম্পতি দেবেন হাসদা (৫০) ও তার স্ত্রী পুতুল মাড্ডিকে (৪৫) মারধর করে ওই এলাকার আজিজুল হক (৪৫) ও তার লোকজন। এসময় হামলাকারীরা দেবেন হাসদা ও পুতুল মাড্ডির বাড়িঘরে ভাঙচুর চালায় ও তাদের ভিটায় লাগানো কিছু ফলজ গাছ কেটে ফেলে। আজিজুল হক এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও জানায় পুলিশ।

পুলিশ আরও জানায়, বেদড়ক মারধরে দেবেন হাসদার বাম হাত ও ডান পায়ে জখম হয়। আর তার স্ত্রী পুতুল মাড্ডির হাত-পা ফুলে যায়।

ওসি মো. আব্দুস সবুর বলেন, ‘ঘটনাটি বুধবার ঘটলেও আমরা জানতে পারি আজ। এরপর ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ায় আজিজুল হক ও তার মা রেহানা বেওয়াকে (৬০) আটক করি। জমিজমা সংক্রান্ত পূর্ব-বিরোধের জের ধরে আজিজুল ওই আদিবাসী দম্পতির ওপর হামলা চালায় বলে আমরা জেনেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এমএ/