গাজীপুরে যৌনকর্মীসহ ৬৭ জনকে কারাদণ্ড





যৌনকর্মীসহ ৬৭ জনকে কারাদণ্ড গাজীপুরে দুইটি আবাসিক হোটেল থেকে আটক যৌনকর্মীসহ ৬৭ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৬ জুন) তাদের আটক করা হয়। দণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে ৩৯ জনকে এক মাস করে ও ২৮ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পরে হোটেল দুইটি তালাবদ্ধ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


হোটেল দুইটি হলো- চান্দনা চৌরাস্তা এলাকার রাজমনি ইন্টারন্যাশনাল (আবাসিক) ও ভোগড়া এলাকার দক্ষিণ বাংলা (আবাসিক) হোটেল।
এ সময় ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট বিভাগকে ওই হোটেল দুইটির পানি ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল দুইটির মালিক ও ব্যবস্থাপক পালিয়ে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম কুদরত-ই-খুদা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার সকালে রাজমনি ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১৯ জন যৌনকর্মী ও খদ্দের এবং ২০ জন হোটেল কর্মচারী ও দালাল আটক করা হয়। এ সময় অসামাজিক ও অশ্লীল কর্মকাণ্ড পরিচালনা অভিযোগে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘প্রায় একই সময় চান্দনা চৌরাস্তার ভোগড়া এলাকার দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকে ২১ জন যৌনকর্মী ও খদ্দের এবং ৭ জন হোটেল কর্মচারী ও দালাল আটক করা হয়। তাদেরও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।’
এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সমাজে অশ্লীলতা ও অসামাজিক কর্মকাণ্ড কোনও অবস্থাতেই সহ্য করা হবে না। অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে গাজীপুর জেলা প্রশাসন নিয়মিতভাবে অভিযান পরিচালনা করবে। শর্তভঙ্গকারী আবাসিক হোটেলগুলোর লাইসেন্স নবায়ন করা হবে না।’

উল্লেখ্য, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূনকে অভিযান না চালানোর জন্য বৃহস্পতিবার (১৫ জুন) চান্দনা চৌরাস্তা এলাকার রাজমনি ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের মালিক পরিচয়ে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বাদী হয়ে জয়দেবপুর থানায় জিডি করেন।
/এনআই/এসএনএইচ/