হাতিয়া ও সন্দ্বীপ রুটে বিআইডব্লিউটিসির ঈদ স্পেশাল সার্ভিস শুরু

বিআইডব্লিউটিসি’র ঈদ স্পেশাল সার্ভিস (ছবি- অনলাইন থেকে সংগৃহিত)

ঈদ উপলক্ষে চট্টগ্রাম থেকে হাতিয়া ও সন্দ্বীপ রুটে যাত্রী পারাপার শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। বুধবার (২১ জুন) সকাল ৯টায় প্রথম দফায় এমবি বার আউলিয়া জাহাজ হাতিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম সদরঘাট ছেড়ে গেছে। আগামী ২৯ জুন পর্যন্ত বিআইডব্লিউটিসির এ বিশেষ ঈদ সার্ভিস অব্যাহত থাকবে। বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গোপাল চন্দ্র মজুমদার বলেন, ‘আজ (বুধবার) থেকে চট্টগ্রাম-হাতিয়া ও চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে যাত্রী পারাপার শুরু হয়েছে। আগামী ২৯ জুন পর্যন্ত এ সেবা অব্যাহত থাকবে।’

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, এবার ঈদে চট্টগ্রাম-হাতিয়া রুটে বিআইডব্লিউটিসির দুটি জাহাজ এমবি বার আউলিয়া ও এমবি মনিরুল হক যাত্রী পারাপার করবে। প্রতিদিন একটি জাহাজ সদরঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যাবে, অন্যদিকে আরও একটি জাহাজ হাতিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে। এছাড়া এ রুটে দুটি সি ট্রাক শহীদ আব্দুর রব সেরনিয়াবত ও শহীদ ফজলুল হক মনি প্রতিদিন সকালে হাতিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যাবে এবং বিকালে পুনরায় চট্টগ্রামে ফিরে আসবে।

সূত্র আরও জানায়, এদিকে সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে সি ট্রাক বাশার শহীদ সালাম প্রতিদিন দুইবার সন্দ্বীপের পথে যাতায়াত করবে।

গোপাল চন্দ্র মজুমদার জানান, দুটি জাহাজের মধ্যে এমবি বার আউলিয়ার ধারণ ক্ষমতা ৮৫০। তবে এটি ১২শ’ পর্যন্ত যাত্রী পারাপার করতে পারবে। অন্যদিকে, এমবি মনিরুল হকের ধারণক্ষমতা ৩৫০, এটি ৫শ’ পর্যন্ত যাত্রী পারাপার করতে পারবে।

/এমএ/