রাজউক ভাঙছে ‘মওদুদের বাড়ি’

ভেঙে ফেলা হচ্ছে মওদুদ আহমদের সেই বাড়িটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের কাছ থেকে আদালতের আদেশে উদ্ধার করা গুলশানের বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে বাড়িটি ভাঙা শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সকাল ৮টায় ওই বাড়িতে অবস্থান নেয় রাজউকের লোকজন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাড়ি ভাঙার অভিযানে নেতৃত্বদানকারী রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খনদকার অলিউর জানান, ‘বাড়িটির কোনও নকশা নেই। এছাড়া রাজউকের অনুমোদন না নিয়েই বাড়িটি নির্মাণ করা হয়েছিল। আজ রবিবার সকালে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। আজকেই ৪ থেকে ৫ ঘণ্টার মধ্যে বাড়িটি ভাঙার কাজ শেষ হবে।

ভেঙে ফেলা হচ্ছে মওদুদ আহমদের সেই বিতর্কিত বাড়িটি
রাজউকের লোকজন মওদুদের বাড়ি ভাঙার কাজ শুরু করে। আর সার্বিক নিরাপত্তায় রয়েছে গুলশান থানা পুলিশ। তবে সাংবাদিকদের বাড়িটির কাছে যেতে দেওয়া হচ্ছে না। বাড়িটি ভাঙার কারণে গুলশান-২ নম্বর সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এদিকে, এই বাড়িটি ভেঙে ফেলার ঘটনাকে বেআইনি বলে উল্লেখ করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। বাংলা ট্রিবিউনের পক্ষে সকাল সাড়ে দশটার দিকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এক ঘণ্টা পর তিনি এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন। সেখানেই তার প্রতিক্রিয়া বিস্তারিত জানাবেন।’

মওদুদের বাড়ি ভাঙার কারণে গুলশান ২ নম্বর সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে
প্রসঙ্গত: আইনি লড়াইয়ে হেরে গত ৭ জুন গুলশান-২ নম্বরের ১৫৯ নম্বর বাড়িটি  ছাড়তে হয় মওদুদ আহমদকে। বাড়িটি দীর্ঘদিন দখলে ছিল তার। ওই দিনই বাড়িটি বুঝে নিয়েছে রাজউকের সম্পত্তি শাখা। বর্তমানে মওদুদ আহমেদ গুলশান-২-এর ৫১ নম্বর সড়কের ২ নম্বর বাড়ির ছয়তলা ভবনে নিজস্ব ফ্ল্যাটে বসবাস করেন।
/এসএস/টিএন/