লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ফেরি সংকট

লক্ষ্মীপুর-ভোলা নৌরুট। ছবি- প্রতিনিধিলক্ষ্মীপুর-ভোলা নৌরুটে কনকচাঁপা, কুসুমকলি এবং কৃষাণি নামে তিনটি ফেরি চলাচল করে। কৃষাণি ফেরিটি বিকল হয়ে পড়ায় পারাপারের অপেক্ষায় রয়েছে অন্তত শতাধিক যানবাহন। এতে করে নির্ধারিত সময়ে পরিবহনগুলো পৌঁছাতে না পারায় ঘাটেই নষ্ট হচ্ছে ওইসব গাড়িতে থাকা কাঁচামাল। দুর্ভোগে পড়েছেন পরিবহন শ্রমিকরা।

মজু চৌধুরী ফেরি ঘাটের বিআইডব্লিও টার্মিনাল অ্যাসিস্ট্যান্ট কামরুল রশিদ বলেন, ‘কৃষাণী ফেরিটি বিকল হয়ে পড়ায় লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাটে ১৫০টি ট্রাকের দীর্ঘ লাইন রয়েছে। বিকল ফেরিটি মেরামতে রয়েছে, ঠিক হতে সময় লাগতে পারে।’

কামরুল রশিদ জানান, ‘১০ জুলাই (সোমবার) কৃষাণি নামের ফেরিটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে যায়। এতে তিনটির জায়গায় দুইটি ফেরি চলাচল করায় উভয় পাড়ে যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া জোয়ারের পানির স্রোতের কারণেও দিনে ১/২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে।’

/এনআই/