ভারতীয় শিক্ষার্থী খুনের মামলায় এক সহপাঠী গ্রেফতার

আতিফ শেখইউএসটিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভারতীয় নাগরিক আতিফ শেখ খুনের ঘটনায় তার সহপাঠী গাঙমাল নিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ জুলাই) দুপুরে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত আতিফের বাবার দায়ের করা মামলায় আমরা নিরাজকে গ্রেফতার করেছি। তাকে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।’

চিকিৎসাধীন আরেক ভারতীয় ছাত্র উইনসন সিং সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত উইনসন সিং এর সঙ্গে কথা বলতে পারিনি। তবে তার জ্ঞান ফিরেছে বলে আমরা শুনেছি। একটু সুস্থবোধ করলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো।’

গত শুক্রবার (১৪ জুলাই) দিনগত রাতে নগরীর আকবর শাহ থানাধীন আব্দুল হামিদ সড়কের পাশে লেকভিউ সোসাইটির একটি আবাসিক ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে খুন হন ভারতীয় নাগরিক আতিফ শেখ। পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই কক্ষে থাকা তার আরেক বন্ধু উইনসন সিং। ঘটনার আগে দুই জনই ওই কক্ষে মদ্যপান করেছেন বলে জানিয়েছে ফ্ল্যাটে থাকা আরেক বন্ধু নিরাজ। বর্তমানে উইনসন সিং নগরীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় নিহত আতিফ শেখে পিতা আব্দুল খালেক থানায় মামলা দায়েল করেন। মামলায় আতিফের ঘনিষ্ট বান্ধবীসহ ওই দিন পার্টিতে উপস্থিত থাকা ৮ জনকে আসামি করা হয়।

/এফএস/ 

আরও পড়ুন- 

ভারতীয় শিক্ষার্থী খুনের ঘটনায় মামলা, সন্দেহের তালিকায় ৮

ভারতীয় শিক্ষার্থী খুন: তিনটি প্রশ্ন ঘিরেই এগোচ্ছে তদন্ত