‘বরিশালে ইউএনওর সঙ্গে অন্যায়ের বিচার হবে’

রাজশাহীতে মতবিনিময় সভার মঞ্চে সবমায়মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফবরিশালের আগৈলঝাড়ার সাবেক ইউএনও গাজী তারিক সালমনের সঙ্গে যে অন্যায় হয়েছে, তার বিচার হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘বরিশালের এই ঘটনাটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমার মনে হয়েছে, কাজটি সুপরিকল্পিতভাবে করা হয়েছে। এখানে দলমতের কোনও বিষয় নেই। ইউএনওর সঙ্গে অন্যায় করা হয়েছে, অন্যায়ের বিচার হবে। তার সঙ্গে যে অন্যায় হয়েছে, আমরা তার শেষ দেখে ছাড়ব।’
রবিবার (২৩ জুলাই) দুপুরে রাজশাহীর মোহনপুর উপজেলা চত্বরে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমবায়মন্ত্রী এসব কথা বলেন। মোহনপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী প্রধান অতিথি ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখার আগেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, ‘বরিশালের যে ব্যক্তি ইউএনওর বিরুদ্ধে মামলা করেছেন। তার পেছনে কোনও ইন্ধনদাতা আছেন কিনা এবং অন্য কেউ তাকে প্রভাবিত করছেন কিনা, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ওইসব ব্যক্তিদের বিরুদ্ধের ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীও এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন।’
পরে, মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ বলেন, ‘নির্বাচন কমিশনে বিএনপির কোনও ব্যক্তি বসলেও তারা (বিএনপি) তাকে আওয়ামী লীগের লোক দাবি করবে। নির্বাচন কমিশনের নতুন সচিব সরকারি আমলা। তিনি কোনও দলের হতে পারেন না।’ তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে।’
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদ্স্য ওমর ফারুক চৌধুরী, সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, আয়েন উদ্দিন, আক্তার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।
/এনআই/টিআর/