নয়া দিগন্ত ও মানবকণ্ঠের সম্পাদকের বিরুদ্ধে মামলা

আদালতদৈনিক নয়া দিগন্ত ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক, প্রকাশক ও নিজস্ব প্রতিবেদকের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে ময়মনসিংহ আদালতে। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল আদালতের ১নং আমলি আদালতে মামলাটি দায়ের করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক ও ময়মনসিংহ চেম্বার্স অব কমার্সের সভাপতি আমিনুল ইসলাম শামীম। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামিদের প্রতি সমন জারি করে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ২২ সেপ্টেম্বর।
আদালত সূত্রে জানা গেছে, মামলার আসামিরা হচ্ছেন— দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, প্রকাশক শামসুল হুদা ও ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম; দৈনিক মানবকণ্ঠের সম্পাদক আনিস আলমগীর, প্রকাশক জাকারিয়া চৌধুরী ও নিজস্ব প্রতিবেদক হাবীব রহমান।
এই দুই সংবাদপত্রে গত শনিবার (৫ আগস্ট) ছাপা হওয়া প্রতিবেদনে আমিনুল হক শামীমকে নিয়ে মানহানিকর তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয় মামলার এজাহারে।

আরও পড়ুন-

ট্রেনের ছাদে ভ্রমণ, ৫০ যাত্রী আটক

ফেসবুকে ডেকে ধর্ষণ: ২ জনের রিমান্ড মঞ্জুর

/টিআর/