সংস্কার হচ্ছে করতোয়া সেতু

 

বগুড়ার মহাস্থানের করতোয়া সেতু বগুড়ার মহাস্থানের করতোয়া সেতু দিয়ে শনিবার রাত ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। সেতুটির একটি স্প্যানের চারটি গার্ডারে ফাটল ধরায় এটি সংস্কার করা হচ্ছে। ভারী পণ্যবাহী যানগুলো বিকল্প পথে চলাচল করায় মহাস্থান-আমতলি ১১ কিলোমিটার সড়কের পাথর উঠে ও সড়ক দেবে বিভিন্ন স্থানে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। গত বুধবার সন্ধ্যায় করতোয়া সেতুতে ফাটল দেখা দেওয়ার পর উত্তরের ৯ জেলার সঙ্গে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। বগুড়া সওজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাদেকুল ইসলাম জানান,‘ওই সময় গাড়িগুলো মহাস্থান-আমতলি-মোকামতলা এবং বারপুর-আমতলি-মোকামতলা হয়ে চলাচল করবে। ক্ষতিগ্রস্ত মহাস্থান-আমতলি সড়কও মেরামত চলছে।’

সাদেকুল ইসলাম বলেন, ‘১৯৫৭ সালে করতোয়া সেতুটি নির্মাণ করা হয়েছিল। ওভারলোডের কয়েকটি ট্রাক এক সঙ্গে সেতুর ওপর ওঠার কারণে মাঝের একটি স্প্যানের চারটি গার্ডারে ফাটল ধরেছে। সেতুটি সংস্কারে সবধরনের সরঞ্জাম এসে পৌঁছেছে। বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শনও করেছেন। শনিবার রাত ৮টায় কাজ শুরু হয়েছে। রবিবার সকাল ৮টা পর্যন্ত সেতুতে যানবাহন চলাচল বন্ধ থাকবে। এব্যাপারে পরিবহন মালিক ও শ্রমিকদের আলোচনা করা হয়েছে।’

/এনআই/