ফরিদপুরে বন্যা পরিস্থতির অবনতি

ফরিদপুরে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতিফরিদপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত গত ১২ ঘণ্টায় পদ্মা নদীর পানি ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন তা বিপদ সীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যার পানিতে ফরিদপুর সদর উপজেলার নতুন করে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। তলিয়ে গেছে কয়েকশ হেক্টর জমির ধান ও সবজি। কিছু স্কুল-মাদ্রাসায় পানি ওঠায় সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে ফরিদপুর শহররক্ষা বাঁধের মোহাম্মদপুর বাজারের কাছে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়। রাতেই পানি উন্নয়ন বোর্ডর কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে বাঁধ মেরামত শুরু ব্যবস্থা করেন।

নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাক জানান, দ্রুত পানি বৃদ্ধির ফলে তার ইউনিয়নের বেশিরভাগ গ্রামই প্লাবিত হয়েছে। এদিকে, চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নে ভাঙনের তীব্রতা কমেছে, কিন্তু ভাঙন ঝুঁকিতে রয়েছে গাজিরটেক ইউনিয়নের হাজিগঞ্জ বাজার। পদ্মার পানি বৃদ্ধির কারণে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। উপজেলার চার ইউনিয়নে প্রায় ৯০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

/এসএমএ/