বানভাসি একটা মানুষও ঘরহারা থাকবে না: প্রধানমন্ত্রী

দিনাজপুরের বিরলে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় প্রধানমন্ত্রী

দিনাজপুরের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একটা মানুষও ঘরহারা থাকবে না। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বন্যার্তদের পুর্নবাসন করা হবে। তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া হবে। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা সবসময় তাদের পাশে আছি।’

দিনাজপুরের বিরলে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় প্রধানমন্ত্রী

রবিবার (২০ আগস্ট) দিনাজপুরের বিরল উপজেলার তেঘড়া উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, ‘বন্যার পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করার জন্য ১৫ লাখ মেট্রিকটন খাদ্য ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।’

দিনাজপুরের বিরল উপজেলার তেঘড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী

বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে রবিবার সকালে দিনাজপুর আসেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে দশটায় তিনি হেলিকপ্টারে করে দিনাজপুর জেলা স্কুল মাঠে অবতরণ করেন। এরপর দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। সেখান থেকে বিরল উপজেলার তেঘড়া উচ্চ বিদ্যালয় মাঠে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি।

দিনাজপুরের বিরল উপজেলার তেঘড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ

বিকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাঙ্গারাণী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ত্রাণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী।  

/এএইচ/এফএস/