অবশেষে সীমান্তের অস্থায়ী পোস্ট সরিয়ে নিলো বিএসএফ

হিলি সীমান্ত (ফাইল ফটো)দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখা ঘেঁষে বিজিবিকে না জানিয়ে অস্থায়ী ডিউটি পোস্ট নির্মাণ কাজ শুরু করলেও তা একদিন পর সরিয়ে নেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. মাহবুব উল আলম বিষয়টি নিশ্চিত করেন।
রবিবার সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১০ নম্বর সাব-পিলারের বালুরচর নামক এলাকায় রেললাইনের পাশে সীমান্তের শূন্যরেখার ১০ গজ ভারত অভ্যন্তরে নির্মিত অস্থায়ী ডিউটি পোস্টটি নির্মাণ করা হচ্ছিলো।
এর আগে সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব উল আলম ও বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর মিথেল শেখর। দুই বাহিনীর বৈঠক শেষে অস্থায়ী পোস্ট সরিয়ে নেয় বিএসএফ।

সুবেদার মো. মাহবুব উল আলম বাংলা ট্রিবিউনকে জানান, আন্তর্জাতিক সীমারেখা আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখার দুই পার্শ্বের ১৫০ গজ এলাকায় নতুন করে কোনও স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু শনিবার দুপুরে সীমান্তের বালুরচর নামক এলাকায় শূন্যরেখার ১০ গজ ভারত অভ্যন্তরে বিজিবিকে না জানিয়ে তারা বাঁশ দিয়ে অস্থায়ীভাবে ডিউটি পোস্ট নির্মাণ কাজ শুরু করে। সেখানে পোস্ট নির্মাণ কাজ বন্ধ করতে বলি এবং বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানিয়ে বিজিবির পক্ষ থেকে পত্র দেওয়া হয়। পরে বিকালে তাদের সঙ্গে এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।