বরিশালে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

 

আদালতবরিশালে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১১ সেপ্টেম্বর) বরিশালের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ রায় দেন।

আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো যশোরের শিয়ালঘোনা এলাকার ফজেল ঢালীর ছেলে আকতার উল ইসলাম ঢালী ও বরিশাল নগরের কাটপট্রি এলাকার মৃত তোতা কাজীর ছেলে মিরাজ কাজী।

আদালতের বেঞ্চ সহকারী ফারুক হোসেন জানান, ২০১৫ সালের ২৮ এপ্রিল বরিশাল নগরে বাংলাদেশ ব্যাংকের কার্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালায়  র‌্যাব-৮ এর একটি দল।

অভিযানে আটকের পর তল্লাশি চালিয়ে আকতার উল ইসলাম ঢালীর কাছ থেকে ১৫০ বোতল ও মিরাজ কাজীর কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরের দিন র‌্যাব -৮ এর ডিএডি এইচএম বেলাল কোতোয়ালি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

থানার এসআই আবদুল মান্নান একই বছরের ২০ জুন আদালতে চার্জশিট দাখিল করেন।