রোহিঙ্গাদের ওপর নির্যাতন-গণহত্যার প্রতিবাদে যশোরে সমাবেশ






রোহিঙ্গাদের ওপর নির্যাতন-হত্যার প্রতিবাদের যশোরে বিক্ষোভ মিছিলমিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন, ধর্ষণ, গণহত্যা ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মুসল্লিসহ সর্বস্তরের মানুষ। 

জেলা ইমাম পরিষদের উদ্যোগে শনিবার  শহরের দড়াটানায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সংগঠনের সভাপতি আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে সভায় ইমাম পরিষদের নেতারা বক্তব্য রাখেন। একই মঞ্চে সংহতি প্রকাশ করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। 
এসময় নেতৃবৃন্দ বলেন, সারাবিশ্বে মুসলিমদের কোণঠাসা করতে নির্যাতন নিপীড়ন অব্যাহত রয়েছে। মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন, ধর্ষণ, গণহত্যা ও দেশত্যাগে বাধ্য করা একইসূত্রে গাঁথা। যে কারণে এতবড় মানবিক বিপর্যয়ের পরও বিশ্ব নেতৃবৃন্দ কথা বলছেন না। 
আয়োজক সংগঠনের নেতারা নির্যাতিত মুসলিমদের আশ্রয় দেওয়ায় সরকারকে সাধুবাদ জানান। একই সঙ্গে তাদের অধিকারসহ নিজ দেশে ফেরত পাঠাতে বৈশ্বিক যোগাযোগ বাড়ানোর জন্য সরকারের প্রতি দাবি জানান। 
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 
মিছিল থেকে নির্যাতন, গণহত্যা বন্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।