মোবাইলফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

চট্টগ্রামমোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চট্টগ্রামের আলী নগর এলাকায় রাজীব (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত রাজিবের গ্রামের বাড়ি কুমিল্লা এলাকায়। তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন।

এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজিবকে রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মোবাইল চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।’

দুলাল নামের এক প্রতিবেশী রাজীবকে হাসপাতালে নিয়ে আসেন বলে জানান এএসআই আলাউদ্দিন তালুকদার।

দুলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজীব আমার বড় ভাইয়ের সঙ্গে ট্রাকের হেলপারের কাজ করতেন। রাতে বাসার সামনে ট্রাক রেখে খাবার খেতে গেলে রাজীব তার মোবাইল চার্জ দিতে পাশের রুমে যান। পরে খাবার খেতে ডাকতে গেলে তাকে মোবাইলের চার্জার হাতে কম্পনরত অবস্থায় পাওয়া যায়। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’