‘ত্রিপুরার মাদক ছড়িয়ে পড়ছে সারা দেশে’

মাদক সেবনআওয়ামী লীগ নেতা ড. প্রাণ গোপাল দত্ত বলেছেন, ভারতের ত্রিপুরার মাদকে ছেয়ে গেছে কুমিল্লার চান্দিনা। এখান থেকে এগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। স্থানীয় এমপি এবং থানা চাইলে মাদক আমদানি বন্ধ করা কোনও বিষয় না। সোমবার সন্ধ্যায় কুমিল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. প্রাণ গোপাল দত্ত বলেন, চান্দিনায় আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ মামলা দিচ্ছে, আর অন্যরা হাত তালি দিচ্ছে। চান্দিনা প্রাথমিক বিদ্যালয়ে দফতরি নিয়োগে বাণিজ্যসহ নানা অভিযোগ শুনেছি। কিন্তু আমি সাধারণ মানুষের সেবা করতে চাই।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রাণ গোপাল দত্ত বলেন, চান্দিনার এমপিরা সরকারের প্রিয় হতে পারছে না। এজন্য চান্দিনা পিছিয়ে পড়ছে। আমি মানুষের জন্য কাজ করতে চাই। তাই নেত্রীর কাছে মনোনয়ন চাইবো।

তিনি বলেন, ১৯৭০ সাল থেকে চিকিৎসা সেবাসহ বিভিন্নভাবে চান্দিনার প্রতিটি পরিবারের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। নির্বাচিত হলে এলাকার শিক্ষা ব্যবস্থার প্রতি বাড়তি নজর দেবো।