নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নুরে আলম (২৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাকঢালা সীমান্তের ৪৩নং পিলারের কাছে এ ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম সরোয়ার কামাল এ তথ্য জানিয়েছেন।

নুরে আলম মিয়ানমার বলিবাজারের পুরান মইজ্জা এলাকার মোহাছের আলীর ছেলে। তিনি চাকঢালা বড়ছনখোলা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে থাকতেন।

স্থানীয়রা জানান, আজ (মঙ্গলবার) সীমান্তের জিরো পয়েন্টে গরু আনতে গেলে হঠাৎ মাইনটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই নুরে আলম মারা যান। একই কথা জানান ইউএনও এসএম সরোয়ার কামাল।

এর আগে গত ১২ সেপ্টেম্বর চাকঢালা আশারতলী বড়ছনখোলার ৪৪ নং পিলারের কাছে স্থলমাইন বিস্ফোরণে হাশেম উল্লাহ নামে এক বাংলাদেশি নিহত হন।