ন্যূনতম মজুরির দাবিতে পঞ্চগড় চিনিকল শ্রমিকদের অবস্থান ধর্মঘট

পঞ্চগড় চিনিকল শ্রমিকদের অবস্থান ধর্মঘট

ন্যূনতম মজুরি বাস্তবায়ন ও কাজের পরিবেশ নিশ্চিত করার দাবিতে পঞ্চগড় চিনিকলের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে শ্রমিকরা। সর্বনিম্ন আট হাজার সাতশ পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ ১৩ হাজার পাঁচশ টাকা প্রারম্ভিক মজুরি নির্ধারণ করে জাতীয় মজুরি স্কেল ঘোষণা এবং ২০১৫ সালের ১ জুলাই থেকে তা বাস্তবায়নের দাবিতে বুধবার (১৮ অক্টোবর) দিনব্যাপী এ ধর্মঘট ডেকেছিলেন তারা।

অবিলম্বে তাদের দাবি বাস্তবায়ন করা না হলে লাগাতার কর্মবিরতি ও বিক্ষোভের হুমকি দিয়েছেন শ্রমিক নেতারা। 

নেতারা বলেন, ‘চিনি শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা আর্থিক সংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন।’ প্রতিষ্ঠানের কাজের পরিবেশ নিশ্চিত করা এবং উৎপাদন ব্যবস্থা রক্ষার স্বার্থে শ্রম আইন ২০৯ ধারা মোতাবেক ১৫ দিনের মধ্যে দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে সংকট নিরসন করতে অনুরোধ জানানো হয়েছে এ কর্মসূচি থেকে।  

এসময় পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক আহম্মদ আলী ছবি, শ্রমিক লীগ সভাপতি আনোয়ারুল হকসহ সিবিএ-এর সকল সদস্য ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।