গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে বাল্যবিয়ে ঠেকালেন ইউএনও





নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদর উপজেলার ধর্মগঞ্জে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম জেবিন বিনতে শেখ বিয়েটি বন্ধ করেন। স্কুলছাত্রী মুন্নি আক্তার হরিহর পাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ছে।

ইউএনও জানান, মুন্নির সঙ্গে ধর্মগঞ্জ এলাকার মনির হোসেনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী রুবেলের বিয়ে ঠিক হয়। মুন্নি বিয়েতে রাজি ছিল না। বুধবার গায়ে হলুদের অনুষ্ঠান আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা মেয়েটির পরিবারকে বিয়ে বন্ধের অনুরোধ করেন। কিন্ত তারা শোনেনি। পরে আমি সেখানে উপস্থিত হয়ে দুই পরিবারের সদস্যকে বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মেয়েটির ১৮ বছর পূর্ণ হয়নি। এছাড়া সে শারীরিক ও মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুতও নয়। পরে দুই পরিবারের সম্মতিতে ১৮ বছর পূর্ণ হলে বিয়ে হবে বলে অঙ্গিকার করে তারা।