নবান্ন উৎসবে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজন

লক্ষ্মীপুরে নবান্ন উৎসব উপলক্ষে আয়োজিত র‌্যালিলক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবান্ন উৎসব পালন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল র‌্যালি, ধান কাটা উৎসব, গ্রামবাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে পিঠা উৎসব প্রভৃতি।
জেলা প্রশাসনের উদ্যোগে আজ পহেলা অগ্রহায়ণ, বুধবার (১৫ নভেম্বর) সকালে শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে ঢাক, ঢোল, কলসি আর কাঁচি হাতে নিয়ে গ্রামবাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তোলেন অংশগ্রহণকারীরা। পরে কালেক্টরেট বিদ্যালয় মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয় এই র‌্যালি।



এর আগে, পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় মাঠে ধান কাটার মধ্য দিয়ে নবান্ন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক হোমায়রা বেগম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. গোলাম মোস্তফা, স্থানীয় সরকারের উপ-পরিচালক মীর শওকত হোসেন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যা আল মামুন প্রমুখ।
পরে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নতুন চালে তৈরি বিভিন্ন ধরনের পিঠাপুলির পসরা সাজিয়ে বসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। কৃষক-কৃষাণী ও গ্রামের বধূরা এই পিঠা উৎসবে অংশ নেন।
আরও পড়ুন-
হিলিতে নবান্ন উৎসব পালিত

বান্দরবানে নবান্ন উৎসব-১৪২৪ উদযাপন