গৌরনদীতে বাস থেকে ৪০ মণ পলিথিন জব্দ

আটককৃত বস্তাবন্দি পলিথিন

বরিশালের গৌরনদী উপজেলায় শুক্রবার (১৭ নভেম্বর) একটি যাত্রীবাহী বাস থেকে ৪০ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। এসময় বাসটির চালক ফরিদুল ইসলামকে আটক করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জব্দ করা পলিথিনের আনুমানিক মূল্য ১০ লাখ টাকার বেশি।’

পুলিশ জানায়, বরিশাল জেলার গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশনের কাছে ঢাকা থেকে বরিশালগামী সূর্যমুখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে বস্তাবন্দি অবস্থায় ৪০ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। পরে গৌরনদী উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার বাসের  চালক ফরিদুল ইসলামকে অবৈধ পলিথিন পরিবহনের দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

জব্দকৃত পলিথিন নষ্ট করার জন্য বরিশাল জেলা পরিবেশ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।