পুলিশ দায়িত্বশীল হলে হিন্দুদের বাড়িঘরে হামলা হতো না: রানা দাস গুপ্ত

ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিচ্ছেন রানা দাশ গুপ্ত (ছবি- প্রতিনিধি)

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত বলেছেন, ‘হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়ার এক সপ্তাহ আগে থেকে ঠাকুরপাড়ার হাওয়া গরম ছিল। এটা অজানা ছিল না পুলিশ প্রশাসনেরও। কিন্তু তাও তারা সেখানে কোনও নিরাপত্তা বলয় তৈরি করেনি। পুলিশ দায়িত্বশীল হলে হিন্দুদের বাড়িঘরে হামলা হতো না।’

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রংপুরের পাগলাপীর ঠাকুরপাড়া গ্রামে হিন্দুদের ওপর তাণ্ডবের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেখতে যান রানা দাশ গুপ্ত। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রানা দাশ গুপ্ত বলেন, ‘বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা হওয়ার ঘটনা দেখেছি। ওই সময় এ ধরনের ঘটনার পর মামলা হতো না। এখন মামলা হয়। কিন্তু কিছু দিনের মাথায় তা ধামাচাপা পড়ে যায়। আজ পর্যন্ত এ ধরনের কোনও ঘটনার বিচার হয়েছে বলে আমার জানা নেই।’

তিনি বলেন, ‘টিটু রায়ের ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ব্যাপারে পুলিশই বলেছে, সে লেখাপড়া জানে না। অথচ তাকেই গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। তাণ্ডবের ঘটনার প্রধান আসামিসহ বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তাদের কাউকেই পুলিশ রিমান্ডে নেয়নি। কেন?’

তিনি বলেন, ‘টিটু রায়কে নিয়ে খেলা শুরু করেছে পুলিশ। হিন্দুদের বাড়িঘরে তাণ্ডবের ঘটনায় নিরীহ মানুষকে হয়রানি করবেন না, দয়া করে।’ ঘটনার প্রকৃত অপরাধীদের বিচারের দাবিও জানান তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপের পর রানা দাশ গুপ্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের আর্থিক সহায়তা দেন। এসময় সংগঠনটির সভাপতি কাজল দেবনাথ, সভাপতি মণ্ডলীর সদস্য সচিন রায়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।