অবৈধভাবে পরীক্ষার হলে প্রবেশের দায়ে কারাদণ্ড

কারাদণ্ডনারায়ণগঞ্জের রূপগঞ্জে পিএসসি  পরীক্ষার একটি  কেন্দ্রে ১৪৪ ধারায় ভঙ্গ করে প্রবেশ করেছে জাকির হোসেন নামের এক ব্যক্তি। এ ঘটনায় কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করে প্রভাব বিস্তারের দায়ে তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার খাদুন হাজী আয়েত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম তাকে এই সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন ঢাকার কমলাপুরে রেলওয়ের স্টেশন মাস্টার বলে দাবি করে। এছাড়া সে দক্ষিণ রূপসী কিন্ডারগার্টেন স্কুলের পরিচালকের দায়িত্ব পালন করছে। জাকির হোসেন উপজেলার দক্ষিন রূপসী এলাকার খাইরুল ইসলামের ছেলে।  

সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম জানান, সে পরীক্ষা চলাকালে অনুমতি না নিয়ে কেন্দ্রে প্রবেশ, তার কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বিভিন্ন আসন থেকে এনে একত্রিত করে বসানোর চেষ্টা করেছিল। কেন্দ্র সচিব ও হল শিক্ষকদের বাধা উপেক্ষা করে এবং প্রভাব বিস্তার করে অনৈতিক কাজ করে আসছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে হাতেনাতে ধরে ফেলে। তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত জাকির হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।