অবৈধভাবে পরীক্ষার হলে প্রবেশের দায়ে জরিমানা

মৌলভীবাজারমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৪৪ ধারা ভঙ্গ করে হলে প্রবেশের দায়ে তিনজনকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জরিমানা অনাদায়ে তাদের তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২১ নভেম্বর মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

ওই তিনজনের মধ্যে স্থানীয় জীনিয়াস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের পরিচালক জুয়েল আহমদকে নগদ ১০ হাজার টাকা, পাইওনিয়ার কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ শেখ লতিফুর রহমাকে নগদ ১০ হাজার টাকা এবং শিক্ষিকা শারমিন আক্তার লিজাকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে দায়িত্বে অবহেলার দায়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিব ও হলের দুই শিক্ষককে পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ মাহমুদুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

কমলগঞ্জ উপজেলার আদমপুর এম. এ. ওহাব উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষার হলরুমে প্রবেশ করে বহিরাগত তিনজন লোক শিক্ষার্থীদের উত্তর বলে দিতে সাহায্য করে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ মাহমুদুল হক দায়িত্বে অবহেলার কারণে এম. এ. ওহাব উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ইকবাল হোসেনকে প্রত্যাহার করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তকদির হোসেনকে দায়িত্ব দেন। একইসঙ্গে কেন্দ্র সচিব এম. এ. ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ আজিজকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদ্মমোহন সিংহকে।

এছাড়া ওই কেন্দ্রের একটি হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আশিক আহমদ ও শিক্ষিকা লিলি রানী সিনহাকে দায়িত্বে অবহেলার কারণে আগামী ৩ বছরের জন্য পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, অব্যাহতিপ্রাপ্ত দুইজনই গোলেরহাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।