নদী রক্ষায় পথসভা

শেরপুরখাল-বিল, নদী-নালা, উন্মুক্ত জলাশয় সংস্কার-সংরক্ষণ ও অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে শেরপুরে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে বেসরকারি সংগঠন ‘জনউদ্যোগ’-এর আয়োজনে শহরের বিভিন্ন সড়কের মোড়ে পথসভা’র আয়োজন করা হয়।

পথসভায় বক্তব্য রাখেন জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুল, জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, কমিউনিস্ট পার্টির সহ-সম্পাদক মো. সোলাইমান প্রমুখ। এ সময় বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জেলায় ২০টি খাল এবং ৫৬টি বিল থাকলেও এসবের বেশীরভাগ অবৈধ দখলদারদের হাতে চলে গেছে। এসব দখলদারদের দ্রুত উচ্ছেদ করে পরিবেশের মারাত্মক বিপর্যয়ের হাত থেকে জেলাবাসীকে রক্ষা করতে হবে।