আমদানি পেঁয়াজের দাম আরও বাড়ছে





পেঁয়াজ (ফাইল ছবি)ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশে রফতানি করা পেঁয়াজের রফতানি মূল্য বাড়িয়েছে ভারত। আগে প্রতি টন পেঁয়াজ প্রকারভেদে ৪শ’ থেকে ৫শ’ মার্কিন ডলার মূল্যে বাংলাদেশে রফতানি করলেও বর্তমানে প্রতি টন পেঁয়াজের রফতানি মূল্য ৮৫২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় রফতানিকারকরা পেঁয়াজের রফতানি মূল্য বাড়ানোর বিষয়টি আমাদের জানিয়েছেন।’

রফতানি মূল্য বৃদ্ধির চিঠিতিনি বলেন, ‘আগামী শনিবার (২৫ নভেম্বর) থেকে পেঁয়াজের এই নতুন রফতানি মূল্য কার্যকর হবে বলে তারা আমাদের জানিয়েছে। ভারতের কৃষিজাত পণ্যের মূল্য নির্ধারনী সংস্থা ন্যাফেড পেঁয়াজ রফতানির ক্ষেত্রে নতুন এ মূল্য নির্ধারণ করে দিয়েছে। তারা প্রতি টন পেঁয়াজের রফতানি মূল্য ৮৫০ মার্কিন ডলার নির্ধারণ করেছে। এর সঙ্গে পরিবহ খরচ বাবদ আরও দুই ডলার যোগ করে প্রতি টন পেঁয়াজ আমদানির জন্য ৮৫২ মার্কিন ডলার মূল্যে এলসি খুলতে হবে। এতে করে পেঁয়াজ আমদানিতে প্রতি কেজিতে ৭১ টাকার মতো খরচ পড়বে। ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও বাড়বে।’