গৌরীপুরে ইউএনও’র বাসায় বোমা হামলার ঘটনায় মামলা





গৌরীপুরে ইউএনও’র বাসায় বোমা হামলাগৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্জিনা বেগমের বাসভবনসহ অন্তত পাঁচটি জায়গায় বোমা হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০) রাত সাড়ে ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নৈশপ্রহরী রফিকুল ইসলাম গৌরীপুর থানায় মামলাটি করেন।

গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, পেট্রোল বোমা হামলার ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ তদন্ত শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার গৌরীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন ছিল। এ সম্মেলনকে কেন্দ্র করে সকালে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনসহ পাঁচটি স্থানে পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

আরও পড়তে পারেন: গৌরীপুরে ইউএনও’র বাসভবনে বোমা নিক্ষেপ, ১৪৪ ধারা