অম্বিকাপুর রেল স্টেশনে ট্রেন থামিয়ে মানববন্ধন

অম্বিকাপুর রেল স্টেশন এলাকায় মানববন্ধন ফরিদপুরের অম্বিকাপুর রেল স্টেশনে নিয়মিত ট্রেন থামানোর দাবিতে একটি চলন্ত ট্রেন থামিয়ে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। শনিবার (৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে স্টেশনের রেল লাইনের সামনে সমবেত হন তারা। পরে সকাল ৯টায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন শহরের অম্বিকাপুর এসে পৌঁছালে ট্রেনটি থামিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা।

এরপর অম্বিকাপুর রেল স্টেশনের কার্যক্রম চালু ও নিয়মিত ট্রেন থামানোর দাবি জানিয়ে ওই ট্রেনে থাকা টিকিট মাস্টারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পরে কর্তৃপক্ষের আশ্বাসের পর ট্রেনটি ছেড়ে দেয় স্থানীয়রা।

ফরিদপুরের রেল স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, স্থানীয়দের দাবির বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানো হবে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ফরিদপুরের অম্বিকাপুর রেল স্টেশনটি একসময় বেশ জমজমাট ছিল। এ স্টেশনটি দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাত্রী ও পণ্য আনা-নেওয়া করা হতো। ফরিদপুরে উৎপাদিত ধান, পাট, পেঁয়াজসহ বিভিন্ন দ্রব্যসামগ্রী এ স্টেশন দিয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হতো। কিন্তু রেল বন্ধ হবার পর স্টেশনটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ১৭ বছর পর পুনরায় ফরিদপুরের সঙ্গে রাজবাড়ী জেলার রেল যোগাযোগ চালু হলে অম্বিকাপুরে স্টেশনটি নতুন করে নির্মাণ করা হয়। কিন্তু নিয়মিত ট্রেন থামানোর কোন ব্যবস্থা করা হয়নি।