X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ মে ২০২৫, ০১:৫৯আপডেট : ১০ মে ২০২৫, ০২:৩৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। এ কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার (৯ মে) রাত ৯টার দিকে মহাসড়কের সীতাকুণ্ড পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ করেন তারা। অবরোধ কর্মসূচি চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। পরে  হাইওয়ে ও থানা-পুলিশের অনুরোধে তারা মহাসড়ক থেকে সরে যান। অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌর সদর থেকে উভয় দিকে কমপক্ষে ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগ পড়েন যাত্রী ও চালকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সীতাকুণ্ডের বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন। এ সময় তারা সড়কে বসে স্লোগান দিতে থাকেন। এমনকি তারা সড়কের ওপর বেঞ্চসহ নিজেরা বসে গাড়ি চলাচল বন্ধ করে রাখেন। দীর্ঘ দেড় ঘণ্টা ধরে চলে এ কর্মসূচি। এতে সড়কের উভয় পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার রাতে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা।  মহাসড়ক অবরোধের কারণে উভয় দিকে অন্তত ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অবরোধ তুলে নেওয়ার পর পুলিশ এ যানজট নিরসনের কাজ শুরু করে।

সীতাকুণ্ড কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার রাত পৌনে ৯টার দিকে অবরোধ কর্মসূচি পালন শুরু করে। অবরোধের কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়ক প্রায় দেড় ঘণ্টার মতো অবরোধ করে রাখেন তারা। পরে পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে দেন। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নারায়ণগঞ্জে ৭ কিলোমিটার যানজট

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র নেতাকর্মীরা। এতে মহাসড়কের প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার রাতে মহাসড়কের সাইনবোর্ড এলাকার ঢাকামুখি লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টা থেকে মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বিক্ষোভ শুরু হয়। এখন পর্যন্ত সেই বিক্ষোভ চলছে। সড়ক অবরোধের ফলে এক লেনের যান চলাচল বন্ধ রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান