সুখী-সমৃদ্ধ দেশ গঠনে সংস্কৃতি চর্চার বিকল্প নেই: আসাদুজ্জামান নূর

বক্তব্য রাখছেন আসাদুজ্জামান নূর

সুখী-সমৃদ্ধ দেশ গঠনে সংস্কৃতি চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ২টার দিকে নীলফামারী শহরে এক কবিতা ও ছড়া লেখার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, ‘শিশুদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়াতে হবে। তাদের ছড়া ও কবিতা লেখায় উৎসাহ দিতে হবে। এতে তারা ভালো মানুষ হিসেবে গড়ে উঠে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– অভিনয় শিল্পী মোশারফ করিম, শিশু সাহিত্যিক সুজন বড়ুয়া, শিশু-কথাসাহিত্যিক আখতার হোসেন, আলম তালুকদার, আসলাম সানি ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ।