কুমিল্লায় অর্থ আত্মসাতের দায়ে গ্রামীণ ব্যাংকের সাবেক এক কর্মকর্তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ ৩৯ হাজার ৯১ টাকা জরিমানা করেছেন আদালত।
সোমবার (২০ মে) বিকালে কুমিল্লার স্পেশাল জজ বেগম শামসুন্নাহার এ রায় দেন। রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার আইনজীবী মো. আসফিকুর রহমান।
দণ্ডপ্রাপ্ত ওই কর্মকর্তার নাম মো. বেলায়েত হোসেন। তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মারুয়াদী গ্রামের বাসিন্দা ও গ্রামীণ ব্যাংকের মুরাদনগর উপজেলার দারোরা শাখার সাবেক কেন্দ্র-ব্যবস্থাপক।
মামলার নথির বরাত দিয়ে আইনজীবী আসফিকুর রহমান বলেন, ‘বেলায়েত হোসেন দারোরা শাখায় ২০১১ সালের ২ মে থেকে ২০১৪ সালের ৩ এপ্রিল পর্যন্ত কর্মরত ছিলেন। ওই শাখা থেকে বিভিন্ন খাতের পাঁচ লাখ ৩৯ হাজার ৯১ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন কুমিল্লার উপ-সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম ২০১৭ সালের ৩ জুলাই বেলায়েত হোসেনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় আজ মামলার রায় ঘোষণা করা হয়।’
দুদকের কুমিল্লার উপপরিচালক ফজলুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেলায়েতকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং আত্মসাতের সমপরিমাণ; অর্থাৎ পাঁচ লাখ ৩৯ হাজার ৯১ টাকা জরিমানা করেছেন আদালত। মামলার পর থেকে বেলায়েত পলাতক রয়েছেন বলে জানতে পেরেছি।’