অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচিতে বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটের শ্রমিকরা

শ্রমিকদের অবস্থান কর্মসূচিদিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটের উন্নয়ন শ্রমিকরা উৎপাদন কাজে নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট শুরু করেছেন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান ফটকে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি শুরু করেন। পরে দুপুর ১২টার দিকে পুলিশ তাদের সেখান থেকে তুলে দিলে তারা বিদ্যুৎকেন্দ্রের প্রধান ফটকের সামনে রেললাইনের কাছে অবস্থান নেন।

শ্রমিকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। এতেও দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি নেবেন তারা।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, তারা তাপ বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটের উন্নয়ন কাজে নিয়োজিত ছিলেন। এখন উন্নয়ন কাজ শেষ, শুরু হয়েছে উৎপাদন। কিন্তু তাপ বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ উৎপাদন কাজে তাদের পরিবর্তে বাইরে থেকে লোক নিয়োগ দিয়ে কাজ করাচ্ছে। এতে তারা কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানালেও কোনও সাড়া না দেওয়ায় এখন তারা আন্দোলনে নেমেছেন।

এদিকে, শ্রমিকরা আন্দোলন শুরু করায় তাপ বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা বাড়ানো হয়েছে। কেন্দ্রের প্রধান ফটকে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে তাপ বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটের প্রকল্প পরিচালক চৌধুরী নুরুজ্জামান বলেন, ‘চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল শ্রমিক নিয়োগ করবে। কিন্তু প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত শ্রমিক নিয়োগের চাহিদা দেয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগের চাহিদা দেওয়ার পর তাদের নিয়োগের ব্যবস্থা করা হবে।’

ওই প্রকল্পের প্রধান পরামর্শক শান্তনু চৌধুরী বলেন, ‘তৃতীয় ইউনিটের উন্নয়ন কাজ শেষ হয়েছে। যারা এতে কাজ করেছেন তাদের চাকরি দেওয়া হবে, এমন কোনও চুক্তি ছিল না। তাদের কাজের চুক্তির মেয়াদ শেষ। বর্তমানে এই ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ইউনিটের বেশিরভাগ কাজ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে হস্তান্তর করা হয়েছে। আন্দোলনকারীদের চাকরি দেওয়া প্রদান করা হবে কি না তা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডই বলতে পারবে।’

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আব্দুল হাকিম সরকার বলেন, ‘যারা আন্দোলন করছেন তাদের চাকরি দেওয়া হবে এমন কোন চুক্তিও ছিল না। তাই আন্দোলনকারীদের আন্দোলনের কোনও যুক্তি বা ভিত্তি নেই।’ আন্দোলনের ফলে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কোনও সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি।