টেকনাফে ৫৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

ইয়াবা (ফাইল ছবি)কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ১৮ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য ৫৪ কোটি ৬০ লাখ টাকা। শুক্রবার (১৬ মার্চ) ভোরে নাফ নদীর দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার এই বিশাল চালানটি আটক করা হয়। বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, ভোরে নাফ নদী হয়ে ইয়াবার বড় একটি চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া এলাকায় অভিযান চালায় বিজিবির দুটি টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবাচক্রের সদস্যরা নদীতে নেমে পালিয়ে যায়।
এ সময় কাউকে আটক করতে না পারলেও বিজিবি সদস্যরা নৌকায় থাকা বস্তা থেকে ১৮ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেন। উদ্ধার হওয়া ইয়াবাগুলো টেকনাফ বিজিবির সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এসব ইয়াবা ধ্বংস করা হবে বলে জানিয়েছেন লে. কর্নেল মো. আছাদুদ জামান।