রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার রায় আজ

রহমত আলীরংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা ও স্থানীয় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার রায় আজ  (রবিবার) প্রদান করা হবে। রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার রায় ঘোষণা করবেন। এ মামলার ১৩ জন আসামির সবাই নব্য জেএমবির সদস্য।

সরকার পক্ষের আইনজীবী বিশেষ পিপি রথিশ চন্দ্র জানান, ২০১৫ সালের ১৫ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধূপুর বাজার থেকে বাসায় ফেরার পথে জঙ্গিরা রহমত আলীকে জবাই করে। চাঞ্চল্যকর এই মামলা তদন্ত শেষে ১৩ জঙ্গির বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। আসামিদের মধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়ে। দুজন এখনও পলাতক ।  কারাগারে বন্দি ১১ জঙ্গি হলো— ইছাহাক আলী , লিটন মিয়া, সরওয়ার হোসেন , সাদাত ওরফে রতন, তৌফিকুল ইসলাম, আবু সাঈদ, সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর হোসেন, বিজয় ওরফে আলী ওরফে দর্জি এবং বাবুল আখতার। পলাতক রয়েছে নজিবুল ইসলাম ও চান্দু মিয়া।

পিপি রথিশ চন্দ্র বলেন, এই মামলায় ১১ আসামি কারাগারে রয়েছে। দুজন  পলাতক । তাদের অনুপস্থিতিতে বিচার কার্য চলে।’

পিপি জানান, এই মামলার বাদী নিহত রহমত আলীর ছেলে শফিকুল ইসলামসহ ৪৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গত ৪ মার্চ মামলার বাদী ও আসামি পক্ষের যুক্তি-তর্ক শুনানি শেষে বিজ্ঞ বিচারক আজ (রবিবার) মামলার রায়ের তারিখ ঘোষণা করেন।