বজ্রপাতে শ্রমিক নিহত

নেত্রকোনা

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা সদরের লক্ষীপুর হাওরে বুধবার (১১ এপ্রিল) দুপুরে বজ্রপাতে দু’টি ছাগলসহ একজন ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

খালিয়াজুরী থানার ওসি হয়রত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের পালাকান্দা গ্রামের রহমত আলীর পুত্র মাসুদ মিয়া (৩৫) ধান কাটা শ্রমিক হিসেবে খালিয়াজুরীতে আসে। বুধবারন সকালে তিনিসহ অন্যান্য শ্রমিকরা লক্ষীপুর হাওরে ধান কাটতে যান। সকাল ১১টার দিকে আকাশ কালো করে বৃষ্টি শুরু হলে তারা ধান কাটা রেখে ঘরে চলে আসের। দুপুর ১২টার দিকে বজ্রপাত হলে তিনি আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

জেলা প্রশাসক মঈন উল ইসলাম জানান, বজ্রপাতে মারা যাওয়া ধান কাটা শ্রমিককে বাড়িতে নেওয়া ও দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে।