হয়রানি-দুর্নীতির অভিযোগে রাজশাহীতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

রাজশাহী মহানগর পুলিশরাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বায়া ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম।

জানা গেছে, পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতা, ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি, মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়, জুয়ার বোর্ড থেকে টাকা গ্রহণসহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া মোটরসাইকেলের কাগজপত্র দেখার নামে হয়রানির অভিযোগে পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে আরএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। এসব অভিযোগ গোপনে তদন্ত করা হয়। তদন্তে সত্যতা পাওয়া গেলে সোমবার মিজানুর রহমানকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ‘পুলিশ কমিশনার মাহাবুবর রহমানের নির্দেশে এসআই মিজানুর রহমানকে প্রত্যাহার হয়েছে। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ রয়েছে।’