রাজশাহীতে প্রশ্নফাঁসের মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড

আদালত

রাজশাহীতে প্রশ্নপত্র ফাঁসের মামলায় এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ মে) বিকালে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত যুবকের নাম আলমাস উদ্দিন। তার বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার মিলিক গওড়া গ্রামে, বাবার নাম আলম উদ্দিন। ২০১৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ফাঁস করা প্রশ্নপত্রসহ তাকে গ্রেফতার করেছিল চারঘাট থানা পুলিশ।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৫ মে চারঘাট সদরের সোনালী ব্যাংকের নিচে এইচএসসি পরীক্ষার বাণিজ্য বিভাগের হিসাববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফটোকপি করে বিক্রি করছিলেন আলমাস। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে সেদিন কাগজের ওপর হাতে লেখা চার পাতা প্রশ্নপত্র জব্দ করেছিল পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় পাবলিক পরীক্ষা আইনে মামলা করেন চারঘাট থানার তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমিন। এরপর আদালতে এ মামলার বিচারকাজ শুরু হয়।

সূত্র আরও জানায়, চার বছর পর আদালত শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে এ মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।