খুলনায় মেয়র পদপ্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

 

কেসিসি নির্বাচনে ৫ মেয়র পদপ্রার্থীখুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আর কয়েক ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হবে কেন্দ্রগুলোয়। তবে মেয়র পদপ্রার্থীরা সবাই সকাল ৮টা থেকে ১০টার মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।

আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেক নগরীর পাইওনিয়ার বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। বিএনপির মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ভোট দেবেন নগরীর রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। দুই প্রার্থীর নির্বাচন পরিচালনা মিডিয়া কমিটি এ তথ্য জানিয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক নগরীর রেভা. পলস্ হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী শফিকুর রহমান মুশফিক ভোট দেবেন খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে।

এছাড়া, সিপিবির মেয়র পদপ্রার্থী মো. মিজানুর রহমান বাবু ভোট দেবেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে।

এবার মোট ভোটার চার লাখ ৯৩ হাজার ৯২ জন। ভোটকেন্দ্র রয়েছে ২৮৯টি। এর মধ্যে দুটি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।