দুর্বৃত্তদের আগুনে পুড়লো কৃষকের ধান

ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার সুরাট গ্রামে এক কৃষকের দুই বিঘা জমির ধান আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (২৩ মে) বিকালে ওই গ্রামের চান্দোর বিলে এ ঘটনা ঘটে। নাড়িকেলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বদিউর রহমান এ খবর নিশ্চিত করেন।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহিম জোয়ার্দ্দারের ছেলে রনি জোয়ার্দ্দার জানান, কয়েকদিন আগে দুই বিঘা জমির ধান কেটে বিলের মধ্যে স্তূপ করে রেখে দেন তিনি। আবহাওয়া অনুকূল না থাকায় ও শ্রমিক না পাওয়ায় তিনি মাঠ থেকে ধান আনতে পারেননি। বুধবার বিকালে কে বা কারা তার ধানে আগুন ধরিয়ে দেয়। এতে তার দুই বিঘা জমির প্রায় ৫০ মণ ধান পুড়ে যায়।

কান্নাজড়িত কন্ঠে রনি জোয়ার্দ্দার বলেন, ‘আমার যে ক্ষতি হয়েছে, এমন ক্ষতি যেন আর কারও না হয়। মানুষের সঙ্গে শত্রুতা করুক, কিন্তু ফসলের সঙ্গে শত্রুতা কেন।’ এ ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান তিনি।

এসআই বদিউর রহমান বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনা সত্যি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’