ভারী বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা, বন্ধ রাঙামাটির প্রধান সড়ক

বৃষ্টি (ফাইল ছবি)

রাঙামাটিতে সকাল থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে ধসের আশংকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী লোকজনদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এদিকে, ঘাগড়ার শালবন এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কে বিদ্যুতের একটি খুঁটি উপড়ে পড়ায় জেলার প্রধান সড়কটি বন্ধ হয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে উন্নয়ন বোর্ডের পাশে দেয়াল ধসে পড়ে। রাতে শহরের চম্পকনগর, শিমুলতলি, ভেদভেদি ও কলেজ গেইট এলাকায় ভূমি ধসে পড়ে। এ ছাড়া, আরও কিছু এলাকায় ভূমি ধসে পড়ার খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

ভারী বর্ষণের কারণে দুপুরের পর থেকে শহর বিদ্যুৎহীন হয়ে রয়েছে। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে  পাহাড়ের পাদদেশে বসবাসকারী লোকজনদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়।

এ ব্যাপারে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। যেভাবে বৃষ্টিপাত হচ্ছে, যেকোনও সময় পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে।’