শাহজাহান বাচ্চুকে হত্যার ঘটনায় মামলা

শাহজাহান বাচ্চুলেখক, প্রকাশক ও সাবেক সিপিবি নেতা শাহজাহান বাচ্চুকে হত্যার ঘটনায় মঙ্গলবার (১২ জুন) দুপুরে সিরাজদিখান থানায় মামলা হয়েছে। অজ্ঞাত পরিচয় চারজনকে আসামি করে শাহজাহান বাচ্চুর স্ত্রী আফসানা জাহান এই মামলা দায়ের করেছেন।

সিরাজদিখান সার্কেলের এএসপি মো. আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। মামলা নং ১৫।

পুলিশের এই কর্মকর্তা জানান, ‘শাহজাহান বাচ্চুর দ্বিতীয় পক্ষের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে মঙ্গলবার মামলা দায়ের করেছেন।’

এদিকে, পুলিশের পাশাপাশি র‍্যাব ও পুলিশের অন্যান্য একাধিক টিম ও ইউনিট শাহজাহান বাচ্চুর হত্যাকাণ্ডের তদন্তে কাজ করছে। র‍্যাব ১১ এর কোম্পানি কমান্ডার নাহিদ হাসান জনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘পুলিশের পাশাপাশি র‍্যাবও এ হত্যাকাণ্ডের তদন্ত করছে। র‍্যাব হেড কোয়ার্টার ও র‍্যাব ইনটেলিজেন্স কাজ করে যাচ্ছে। তবে আমরা বলার মতো তেমন কিছু এখনও পাইনি। উগ্রবাদীদের আক্রমণ বা পারিবারিক দ্বন্দ্ব যেকোনও কিছু থেকেই এ হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে। এ মুহূর্তে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।’

আরও পড়ুন: 

‘পুলিশকে গুলি করে দে’

শাহজাহান বাচ্চুকে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় হত্যাকারীরা
‘উগ্রবাদীদের হিট লিস্টে শাহজাহান বাচ্চুর নাম ছিল’

সিরাজদিখানে দুর্বৃত্তের গুলিতে লেখক-প্রকাশক শাহজাহান বাচ্চু নিহত