হিলিতে গরু মোটাতাজাকরণের ১০ হাজার নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার

হিলিতে গরু মোটাতাজাকরণের ১০ হাজার নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধারদিনাজপুরের হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ১০ হাজার পিচ গরু মোটাতাজাকরণের প্রাকটিন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১২ জুলাই) ভোররাতে সীমান্ত থেকে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে বিজিবির একটি বিশেষ টহল দল হিলি সীমান্তের ঘাসুড়িয়া নদির পাড় এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বস্তাগুলি উদ্ধার করে তার ভেতর হতে ভারতীয় নিষিদ্ধ প্রাকটিন ট্যাবলেট ১০ হাজার পিচ উদ্ধার করা হয়। এসব ট্যাবলেট গরু মোটাতাজাকরন কাজে ব্যবহৃত হয় এবং আসন্ন কোরবানির ঈদকে ঘিরে এসব ট্যাবলেট আনা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর বিজিবি নির্ধারিত সিজার মূল্য ৩ লাখ টাকা। ট্যাবলেটগুলো সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন- পাটগ্রাম সীমান্তে ৫৯ ভারতীয় গরু উদ্ধার